নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. রাশেদ (৪০) নামের র্যাবের এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। তিনি র্যাব পরিচয়ে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি বলেন, গত ১৮ নভেম্বর সীতাকুণ্ডের রফিক নামের এক ব্যক্তি অভিযোগ করেন র্যাব পরিচয়ে এক ব্যক্তি হুমকি দিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ অভিযোগের ভিত্তিতে রাশেদকে আটক করা হয়।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রাশেদের কাছ থেকে র্যাবের একটি ভুয়া আইডিকার্ড জব্দ করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে র্যাব সদস্য পরিচয়ে চাঁদার টাকা দাবির কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন।