শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে চায় মালদ্বীপ

খালিদ আহমেদ: [২] মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে করা বৈঠকে এ আগ্রহের কথা জানান।

[৩] মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের উপরাষ্ট্রপতির বৈঠক হয়। উভয়ে চট্টগ্রাম-মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন।

[৪] মোমেন বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপকে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন।

[৫] ফয়সাল নাসিম বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা মালের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগের জন্য গভীর আগ্রহী।

[৬] উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বর্ণালী পর্যালোচনা করেছেন। সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।

[৭] মোমেন বলেন, বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয় যেটি ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের মূলে রয়েছে।

[৮] বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ার জন্য উপরাষ্ট্রপতির মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়