খালিদ আহমেদ: [২] রোববার (২১ নভেম্বর) মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
[৩] একইসাথে এর ফলে খাদ্যের পুষ্টিমান ক্ষতি হয় কি না সে বিষয়ক গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
[৪] আগামী চার মাসের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।