স্পোর্টস ডেস্ক: [২] ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী জাতীয় দল থেকে অবসর নেয়ার বছরখানেক পেরিয়ে গেছে। তবে, আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলপতি হিসেবে এখনও নির্বিঘ্নে খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি জানিয়েছেন, নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলতে চান চেন্নাইয়ের জার্সিতেই। সেটা হতে পারে আসন্ন সিরিজেই কিংবা আরও পাঁচ বছর পর ।
[৩] এখন দেখার বিষয় এই যে, ৪০ বছর বয়সী এই ক্রিকেটার আসন্ন আইপিএল শেষেই কি অবসরে যাবেন নাকি নারায়ণস্বামী শ্রীনিবাসনের সুপার কিংস তাঁকে দলে রেখে দিতে চাইবে আরও কয়েক বছরের জন্য।- ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।