মাকসুদ রহমান: [২] শনিবার ইংলিশ লিগে দিনের প্রথম খেলায় স্বাগতিক লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা।
[৩] ১৪ মিনিটেই সফরকারীদের লিড এনেদেন রুডিগার। ২৮ মিনিটে ফরাসি তরকা এনগোলো কান্তের গোলে লিড দ্বিগুন করে চেলসি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টমাস টুখেলের শীষ্যরা।
[৪] দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে কাই হাভার্টজের বিকল্প হিসেবে মাঠে নামেন মার্কিন ফুটবলার ক্রিশ্চিয়ান পুলিশিচ। নয় মিনিট পর হাকিম যায়েচ এর সহায়তায় চেলসির লিড ৩-০ করে দেন পুলিশিচ।
[৫] এই জয়ে ১২ খেলায় ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। অপর দিকে ১২ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে লেস্টারের অবস্থান ১২।