শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমর্থন দেখে ফখরের মনে হচ্ছে, ম্যাচ পাকিস্তানেই হচ্ছে

স্পোর্টস ডেস্ক: দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশের স্টেডিয়ামে দর্শক ফিরেছেন। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম ঘরের মাঠের কোনো সিরিজে গ্যালারিতে যেতে পারছেন দর্শক। কিন্তু প্রথম দুই ম্যাচে কিছুটা হলেও অস্বস্তি উপহার দিয়েছেন দর্শকেরা। দ্বিতীয় ম্যাচে করোনার বিধিনিষেধ ভেঙে মাঠে ঢুকে পড়েছেন এক দর্শক। জৈব সুরক্ষাবলয়ের কঠিন নিয়মের মধ্যে একজন দর্শকের এভাবে খেলোয়াড়দের কাছে চলে যাওয়ার পর দুই বোর্ড সিরিজ নিয়ে কী ধরনের পদক্ষেপ নেয়, সেটা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।

এদিকে প্রথম দুই ম্যাচেই মিরপুরের দর্শকদের আরেকটি কাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছে। স্বাগতিক দলের সঙ্গে পাল্লা দিয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন দর্শকেরা, যা দেখে ফখর জামানের মনে হচ্ছে, ম্যাচ পাকিস্তানেই হচ্ছে।

প্রথম ম্যাচে গ্যালারিতে বাংলাদেশের চেয়ে পাকিস্তানের সমর্থকই যেন তুলনামূলক বেশি ছিল। এমনকি গ্যালারিতে পাকিস্তানের পতাকাও উড়েছে। এ নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের হতাশা লুকাতে পারেননি।

শুক্রবার ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি, ‘খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না এটা ঠিক, কিন্তু খেলাটা যখন আমাদের দেশে, আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশই খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ ওড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই, দেশটা কিন্তু আপনার। আজ হয়নি তো কাল হবে, না হলে পরশু হবে। আপনারা পাশে না থাকলে আর হবেই না। হারি বা জিতি স্টেডিয়ামে আমাদের দেশের পতাকা উড়ুক, চিৎকার হোক বাংলাদেশ।’

মাশরাফির এই স্ট্যাটাসের পরও শনিবার গ্যালারিতে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন অনেক দর্শক। শনিবার তাই ম্যাচসেরা ফখর জামানকে প্রশ্ন করা হয়েছিল এ ব্যাপারে। ফখর এর জবাবে জানান, এত সমর্থন তাঁদেরও বিস্মিত করেছে, ‘আমি বুঝতে পারছি না (এত সমর্থনের কারণ)। ২০১৮ সালেও এখানে এসেছিলাম, তখন এত মানুষকে আমাদের সমর্থন করতে দেখিনি। সবাইকে ধন্যবাদ। মনে হচ্ছে, পাকিস্তানেই ম্যাচ হচ্ছে। উইকেট পেলে বা ভালো শট খেললে বেশ সমর্থন পাচ্ছি। বাংলাদেশের সমর্থকেরাও আমাদের সমর্থন করছেন। বেশ ভালো লাগছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়