মাজহারুল ইসলাম: [২] করোনাভাইরাসের সংক্রমণ কমায় এমন নির্দেশ দেয়া হয়। শনিবার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম জানান, বায়োমেট্রিক হাজিরা চালুর বিষয়ে দেশের সব হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।
[৩] এরআগে স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পরায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক মেশিনে ইলেকট্রনিক হাজিরা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বাস্থ্যবিধি মেনে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু করতে বলা হয়।