শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের গুরুদুয়ারা করতারপুর দরবার সাহিবে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও বিধায়করা

রাশিদুল ইসলাম : [২] ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাকিস্তানের গুরুদুয়ারা করতারপুর দরবার সাহিবে প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার তার সঙ্গে পাঞ্জাবের তিনমন্ত্রী ও দুই বিধায়কও ছিলেন। পারসটুডে

[৩] মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তার মন্ত্রিসভার সদস্যসহ ৩০ জনকে নিয়ে করতারপুর সাহিব গুরুদুয়ারায় পৌঁছান। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দেশের মধ্যে করতারপুর করিডর তিন দিনের জন্য খুলে দেওয়া হয়েছে, যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই।

[৪] করতারপুর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ লতিফ বলেন, পাকিস্তান শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির কর্মকর্তা ও কমিশনার, গুজরানওয়ালা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিনের একদিন আগে এখানে আগত ভারতীয় অতিথিদের স্বাগত জানান। ভারত থেকে ২৮ জন শিখের প্রথম ব্যাচ বুধবার কর্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান গুরুদুয়ারা করতারপুর সাহিবে পৌঁছান।

[৫] শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ বছর দরবার সাহিবে কাটিয়েছিলেন। ১৯ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে গুরুপরব পালিত হবে। এ প্রেক্ষিতে, ভারত করতারপুর সাহিব করিডর পুনরায় চালু করে। কোভিড মহামারির কারণে গতবছর মার্চ মাসে করতারপুর সাহিবের তীর্থযাত্রা স্থগিত করা হয়।

[৬] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় বলেন, শ্রী গুরুনানক দেবজি এবং শিখ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি নিশ্চিত মোদি সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশে খুশি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়