শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের গুরুদুয়ারা করতারপুর দরবার সাহিবে গেলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও বিধায়করা

রাশিদুল ইসলাম : [২] ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি পাকিস্তানের গুরুদুয়ারা করতারপুর দরবার সাহিবে প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার তার সঙ্গে পাঞ্জাবের তিনমন্ত্রী ও দুই বিধায়কও ছিলেন। পারসটুডে

[৩] মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তার মন্ত্রিসভার সদস্যসহ ৩০ জনকে নিয়ে করতারপুর সাহিব গুরুদুয়ারায় পৌঁছান। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে দু’দেশের মধ্যে করতারপুর করিডর তিন দিনের জন্য খুলে দেওয়া হয়েছে, যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই।

[৪] করতারপুর প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ লতিফ বলেন, পাকিস্তান শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির কর্মকর্তা ও কমিশনার, গুজরানওয়ালা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মদিনের একদিন আগে এখানে আগত ভারতীয় অতিথিদের স্বাগত জানান। ভারত থেকে ২৮ জন শিখের প্রথম ব্যাচ বুধবার কর্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান গুরুদুয়ারা করতারপুর সাহিবে পৌঁছান।

[৫] শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ বছর দরবার সাহিবে কাটিয়েছিলেন। ১৯ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে গুরুপরব পালিত হবে। এ প্রেক্ষিতে, ভারত করতারপুর সাহিব করিডর পুনরায় চালু করে। কোভিড মহামারির কারণে গতবছর মার্চ মাসে করতারপুর সাহিবের তীর্থযাত্রা স্থগিত করা হয়।

[৬] ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় বলেন, শ্রী গুরুনানক দেবজি এবং শিখ সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি নিশ্চিত মোদি সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশে খুশি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়