ফাহমিদুল কবীর: [২] পাকিস্তানে সংখ্যালঘু নারীদের জোরপূর্র্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো খুবই সাধারণ ঘটনা বলে আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মী আশিকনাজ খোখার। এমনকি সংখ্যালঘু নারীদের অপহরণও ঘটছে প্রায়শই। দ্যা টাইমস অব ইন্ডিয়া, গ্রিক সিটি টাইমস
[৩] পাকিস্তান সরকার বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও দাবি করেন তিনি। সম্প্রতি পাকিস্তান পার্লামেন্টে জোরপূর্বক ধর্মান্তরিত করার বিরুদ্ধে উত্থাপিত বিল নাকচ করা হয়।
[৪] সংখ্যালঘুদের এসংকট থেকে বাঁচাতে আইন পাশ ও এর সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন আশিকনাজ খোখার।
[৫] সংখ্যালঘু অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরিতের ঘটনা পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে প্রকট বলে প্রকাশ করেছে গ্রিক সিটি টাইমস। সম্পাদনা: সাকিবুল আলম