অপু রহমান: [২] র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফতুল্লা ও সোনারগাঁয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাত করার দায়ে এ জরিমানা করা হয়।
[৩] এদের মধ্যে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে ফতুল্লার ভূঁইগর এলাকার ‘আব্বাসীয়া প্যাকেজিং’কে ২০ হাজার টাকা, কাঁচপুর এলাকার ‘সাঈদ প্যাকেজিং’কে ১০ হাজার এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে বারদী এলাকায় ২টি ভাঙ্গারির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানসমূহতে উৎপাদিত ১৪৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩০৩০ কেজি বিষাক্ত সীসার গোলবার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সোনারগাঁ ও ফতুল্লায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই ৪টি প্রতিষ্ঠানসমূহ নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করায় মো. আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৯০ হাজার টাকা জরিমানা করেন।
[৫] পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য মারত্মক হুমকিস্বরুপ নিষিদ্ধ পলিথিন ও বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে র্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।