শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন, সীসা উৎপাদন ও বাজারজাত করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অপু রহমান: [২] র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফতুল্লা ও সোনারগাঁয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাত করার দায়ে এ জরিমানা করা হয়।

[৩] এদের মধ্যে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে ফতুল্লার ভূঁইগর এলাকার ‘আব্বাসীয়া প্যাকেজিং’কে ২০ হাজার টাকা, কাঁচপুর এলাকার ‘সাঈদ প্যাকেজিং’কে ১০ হাজার এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে বারদী এলাকায় ২টি ভাঙ্গারির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানসমূহতে উৎপাদিত ১৪৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩০৩০ কেজি বিষাক্ত সীসার গোলবার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

[৪] সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সোনারগাঁ ও ফতুল্লায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই ৪টি প্রতিষ্ঠানসমূহ নিষিদ্ধ পলিথিন এবং বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করায় মো. আবু হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৯০ হাজার টাকা জরিমানা করেন।

[৫] পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে জনস্বাস্থ্যের জন্য মারত্মক হুমকিস্বরুপ নিষিদ্ধ পলিথিন ও বিষাক্ত সীসা উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে র‌্যাব-১১ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়