রাহুল রাজ: [২] প্রথম টি-টোয়েন্টিতে আগামী ১৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
[৩] বর্তমানে ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে অবস্থানে বাংলাদেশ। সমান রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে আফগানিস্তান। র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে যাবে।
[৪] বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়লাভ পায় তাহলে ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে যাবে।
[৫] তবে বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে যায় তাহলে ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে যাবে বাংলাদেশ। অন্যদিকে ২৬৫ রেটিং পয়েন্ট নিয়ের্ র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে পাকিস্তান।