আল আমীন : [২] নির্বাচনে কোন ধরনের অনিয়ম মেনে হওয়া হবে না। যে কোনো পরিস্হিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবে জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
[৩] আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে সদর উপজেলা ৫ টি ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিশেষ আইন -শৃঙ্খলা সভা বিকালে তারেক স্বৃতি অডিটোরিয়ামে ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা:আহমার উজ্জামান, র্যাবের১৪ কোম্পানী কমান্ডার মেজর আখের মো: জয়, সিনিয়র নির্বাচন অফিসার দেওয়ান মো:সারোয়ার জাহান উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, সদর উপজেলা নির্বাচন অফিসার মো:মোজাম্মেল হক কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এসময় ইউপি চেয়াম্যান, সদস্য প্রার্থীগণ অংশ নেন।