শিরোনাম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ ভার্চুয়াল বৈঠক করবেন জো বাইডেন ও শি জিনপিং

সালেহ্ বিপ্লব: [২] সাম্প্রতিক সময়ে দু’দেশের সম্পর্কে ক্রমেই অবনতি হয়েছে। উত্তেজনায় টান টান পরিস্থিতিতে দুই নেতা বিশ্ববাসীকে অবাক করে দেন বৈঠক করার কথা জানিয়ে। এর আগে স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যৌথ ঘোষণা দেন তারা। বিবিসি

[৩] আজকের বৈঠকটি দুই প্রেসিডেন্টের তৃতীয় কথোপকথন।

[৪] স্পর্শকাতর বেশ কিছু তিক্ত বিষয় নিয়ে দুজনে কথা বলবেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা, বাণিজ্য এবং পারমাণবিক শক্তি।

[৫] শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, দুই নেতা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলবেন।

[৬] জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর বাইডেন দুবার কথা বলেছেন শি জিনপিং-এর সঙ্গে। কিন্তু দুজনের সম্পর্ক মোটেও ভালো না, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়