শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্বাদশ কংগ্রেস সফল করার আহ্বান সিপিবির

সুজিৎ নন্দী: [২] বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ’৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামাত দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ব্যর্থ হয়েছে।

[৩] তিনি বলেন, গত ১৩ বছর ধরে আওয়ামী লীগ সরকার জাতীয় ও স্থানীয় সকল পর্যায়ের নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। মধ্যরাতে ভোটের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকা সরকার চলমান ইউপি নির্বাচনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের পাশাপাশি ‘নৌকা আওয়ামী লীগ বনাম বিদ্রোহী আওয়ামী লীগের’ নির্বাচনে পরিণত করেছে।

[৪] মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ পর্যন্ত ইউপি নির্বাচনে ২৭ জন নিহত হয়েছে। তাই মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী বর্তমান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।

[৫] দ্বাদশ কংগ্রেসপূর্ব সর্বশেষ জাতীয় পরিষদ সভায় ফ্যাসিবাদী দুঃশাসন হটিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করার আহ্বান জানানো হয়েছে। সভা থেকে জাতীয় পরিষদ সদস্যসহ পার্টির সকলকে দ্বাদশ কংগ্রেসের আহ্বান নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

[৬] রোববার পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয়ক রিপোর্ট উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। সভায় নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন।

[৭] সভায় জানানো হয়, কংগ্রেস অনুষ্ঠানের পূর্বে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর সকল জেলায় সাধারণ সভায় খসড়া রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করা হবে। ডিসেম্বর মাসে সকল শাখা ও থানা-উপজেলা সম্মেলন ও জানুয়ারি মাসে সকল জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়