শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিপক্ষের দায়ের কোপে বাবা-ছেলেসহ তিন জন আহত

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ আহত হয়েছেন তিন জন। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

[৩] আহতরা হলেন ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম নিজু (৫৮), তাঁর ছেলে আলফাজ হোসেন ও আক্তার হোসেন। আহত সবাই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

[৪] পরে আহত নুরুল ইসলামের ছেলে আকরাম হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার আঃ আজিজের ছেলে আতাউর রহমান ও হাবিবুর রহমান, আঃ হালিমের ছেলে শাহিন, মৃত সালে আহম্মেদের ছেলে সাইম, মৃত ছুবহানের ছেলে শামসুল আলম, শামসুলের ছেলে অনিক মিয়া, মৃত অহেদ আলীর ছেলে আঃ আজিজ ও আঃ হালিম।

[৫] এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল নুরুল ইসলাম নিজু ও আঃ আজিজের পরিবারের মধ্যে। শনিবার সকালে নুরুল ইসলাম তার নিজের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ আবদুল আজিজের পরিবারের লোকজন নুরুল ইসলামের পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে নুরুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার দুই ছেলে বাবাকে উদ্ধার করতে গেলে তাদেরকেউ মারধোর করে এবং সাথে থাকা মোবাইলসহ টাকাপয়সা ছিনিয়ে নেয় প্রতিপক্ষের লোকজন।

[৬] এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, নুরুল ইসলামের সাথে আমাদের একটি জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা রয়েছ। বিষয়টি নিষ্পত্তি না করেই আমাদের দখলীয় জমিতে তারা কাজ করতে গেলে আমরা তাতে বাধা দেই। এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এতে আমাদের লোকজনও আহত হয়েছে।

[৭] শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনার তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনায়: শান্ত মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়