রাশিদুল ইসলাম : [২] চাঁদে বাস করার মত অক্সিজেন নেই এতদিন শোনা গেলেও অস্ট্রেলিয়ার এক প্রখ্যাত বিজ্ঞানী জন গ্রান্ট বলছেন গ্রহের পাথুরে উপরের স্তরের নীচে, ১ লাখ বছর ধরে ৮ বিলিয়ন মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য যথেষ্ট অক্সিজেন গ্যাস মজুত রয়েছে। আরটি
[৩] বিজ্ঞানী জন বলেন, চাঁদে সৌর শক্তি বা অন্য শক্তির উৎসের মাধ্যমে প্রচুর পরিমাণে অক্সিজেন আহরণ করা সম্ভব হতে পারে।
[৪] জন মনে করেন একজন মানুষের জন্যে চাঁদে দিনে ৮শ গ্রাম অক্সিজেন পেলেই সে গ্রহটিতে টিকে থাকতে পারবে।
[৫] অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সি ও নাসা চাঁদে ওই অক্সিজেন সংগ্রহে একটি রোভার পাঠাতে একমত হয়েছে।