খালিদ আহমেদ: [২] সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের একান্ত সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা।
[৩] প্যারিস সফরের দ্বিতীয় দিনে বুধবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্রান্সের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এমইডিএএ এর প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।
[৪] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসা বাণিজ্য ক্রমেই বাড়ছে। বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে পঞ্চম শীর্ষ দেশ ফ্রান্স। ২০২৫ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ করতে চাই। দুই দেশেই লাভবান হবে বাংলাদেশে ব্যবসা করার এমন সুযোগ রয়েছে। এজন্য উভয় দেশকে নতুন পণ্যের বাজার তৈরি করতে হবে।
[৫] ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশের এসে বিনিয়োগ সুবিধা যাচাইয়ের আহবান জানান প্রধানমন্ত্রী।
[৬] দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের কথা রয়েছে। দিনের শেষ দিকে ফ্রান্সের সিনেটে অনুষ্ঠানে অংশ নেবেন।