শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানালেন এমপি আদেল

খাদেমুল মোরসালিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: [২] নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের জাতীয় পার্টি আয়োজিত এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

[৩] আজ বুধবার বিকেলে রনচন্ডি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহুবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,রণচন্ডি ইউনিয়ন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদেস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন,সদস্য সচিব ও ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ ও গাড়াগ্রাম ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মারুফ হোসেন অন্তিক প্রমূখ।

[৪] প্রধান অতিথি বলেন, কোন ভয় না করে ২৮ তারিখ সারাদিন ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, কেউ ভোট কেন্দ্রে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আমরা শান্তির পক্ষে কাজ করছি। জাতীয় পার্টি শৃঙ্খলবদ্ধ রাজনৈতিক দল। কেউ অরাজকতা করলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে। পরে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এনামুল হকের হাতে লাঙ্গল তুলে দিয়ে উপস্থিত সকলকে ভোট দেয়ার আহবান জানান। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়