রাশিদুল ইসলাম : [২] ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের বিশেষ প্রকৌশল উইংকে লাদাখ ও অরুণাচল প্রদেশে সড়ক ও পায়ে হাঁটা পথ নির্মাণ শুরু করতে যাচ্ছে। দি প্রিন্ট
[৩] পিটিআই বলছে সীমান্ত বাহিনী, বর্ডার পুলিশ এ সড়ক প্রকল্পে মোট ৩২টি সড়ক ও ১৮টি পায়ে হাঁটা রাস্তা তৈরি করবে। প্রথম পর্যায়ে এধরনের ৪টি সড়ক ও ২টি পায়ে হাঁট পথ দ্রুত নির্মাণের জন্য চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে।
[৪] এক থেকে দুই কিলোমিটারের বিভিন্ন দৈর্ঘ্যের সড়কগুলো হিমালয় রেঞ্জে সীমান্ত পোস্টগুলির সাথে সংযোগ স্থাপন করবে। লাদাখ অঞ্চলের ৩,৪৮৮ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা বরাবর এসব সড়ক ও পায়ে হাঁটা রাস্তাগুলো একটি নেটওয়ার্ক তৈরি করবে যা টহল সেনারা ব্যবহার করবে।
[৫] এছাড়া সেনাদের রেশন, সেনা পরিবহন এবং অন্যান্য রসদ সহজেই সরবরাহে এসব অবকাঠামো কাজে লাগবে।