শিরোনাম
◈ ট্রাইব্যুনাল এলাকায় উত্তেজনা এড়াতে কড়া নিরাপত্তা ◈ পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ: ট্রাকে আগুন ও যান চলাচল বন্ধ ◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল!

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরীকে চুল কেটে বিবস্ত্র করে নির্যাতন, আটক- ১

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁও শহরের রোড বাজারের পাশে খালপারা এলাকায় নুর বাণু (২১) নামের এক নারীর বিরুদ্ধে সমাজে খারাপ অপবাদে শারিরিক নির্যাতনের পরে চুলকেটে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।

[৩] এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় খালপারা এলাকার নিজ বাসা থেকে আটক হন অভিযুক্ত আলম (৫২)। নির্যাতিত কিশোরী ওই এলাকার মৃত ইউসুব আলীর মেয়ে।

[৪] বর্বরতার ঘটনা তুলে ধরে নির্যাতনের শিকার নুর বাণু জানায়, গত শনিবার রাতে আলমসহ আরও ০৭ জন নারী পুরুষ মিলে আমাকে তাদের বাসায় ডেকে নেয়। এর পরে আমাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এক পর্যায়ে মাথার সব চুল কেটে দেয় অভিযুক্তরা। নুর বাণু বলেন, ‘আমি কান্না করে বার বার ছেড়ে দেবার আকুতি জানালেও কেউ কথা শুনে নাই।’

[৫] নুর বাণুর মা বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকে মা মেয়ে শহরের বিভিন্ন বাসায় ঝি এর কাজ করে কোনরকম দিনযাপন করছি। সময় অসমেয় স্থানীয় বখাটেরা বিভিন্ন অপবাদ দেয় আমাদেরকে। আমার মেয়ের উপর যে নির্যাতন করা হয়েছে আমি সেটার সঠিক বিচার চাই।’

[৬] নুরবাণু এই বর্বরতার বিচার চেয়ে বলেন, ‘আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে গিয়ে এভাবে মারধোর করলো। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিলো। আমি এর বিচার চাই।’

[৭] বিষয়টিতে তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন এলাকাবাসী। সেই এলাকার বাসিন্দা সালাম জানান, মেয়েটির বাবা নেই। মা মেয়ে কাজ করে খায়। এভাবে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।

[৮] ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছে। এই বিষয়ে মেয়ের মা বাদি হয়ে থানায় এটি অভিযোগ দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়