শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে অভিনব কায়দায় ব্যাংকের সামনে থেকে নারীর টাকা নিয়ে প্রতারকের চম্পট

রতন কুমার: [২] নীলফামারীর ডোমারে সোনালী ব্যাংক লিমিটেড ডোমার শাখায় মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলণ করে হাওয়া বেগম (৫৫)নামে এক নারী। টাকা নিয়ে বের হওয়ার পথে অভিনব কায়দায় প্রতারনা করে ১৩হাজার ৬শত টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক।

[৩] সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় ব্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। প্রতারণার ফাঁদে পড়া হাওয়া বেগম ডোমার চান্দিপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রী। সে পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ এলাকার বসবাস করেন।

[৪] ভুক্তভোগী নারী বলেন, আমি আনুমানিক সকাল সাড়ে ১১ দিকে আমার মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা উঠানোর জন্য সোনালী ব্যাংকে আসি। আমার স্বামীর তিন শরীকের এক শরীক হিসেবে দুই মাসের ভাতা ১৩ হাজার ৬শত টাকা উত্তোলণ করি। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় কিছুদুর আসলে পিছন থেকে অপরিচিত একজন আমাকে দাঁড় করায়। অপরিচিত ব্যক্তিটি বলেন, আপনাকে ডাকছি আপনি শুনতে পান না। দেখি কত টাকা দিয়েছে। এই বলে আমার হাত থেকে টাকা নিয়ে নেয় এবং ব্যাংকে আসতে বলে। তার পিছনে পিছনে আসলে ব্যাংকের গেটের সামনে এসে ভীড়ের মাঝে ওই ব্যক্তি হারিয়ে যায়। তার পরে তাকে আর খুজে পাওয়া যায় না।

[৫] সোনালী ব্যাংক লিমিটেড ডোমার শাখা ব্যবস্থাপক জান্নাতুল কারীম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে, ব্যাংকের সিসি ফুটেজ দেখা হয়। ব্যাংকের ভিতরে এরকম কোন ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে আমাদের ব্যাংকের সিসি ক্যামেরার আওতার বাইরে রাস্তায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়