শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক মাস ১০দিন পর রাউজান থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করলেন র‌্যাব

শাহাদাত হোসেন: [২] এক মাস ১০দিন পর চট্টগ্রামের রাউজান থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী নিঝুম শীল (১৬) ও তার বোন ঋর্তিকা শীল (৮)কে উদ্ধার করেছে র‌্যাব-৭। গতকাল শনিবার র‌্যাব তাদের উদ্ধার করেন লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়ন থেকে।

[৩] এ ঘটনায় অপহরণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা হলেন, চন্দনাইশ উপজেলার চরিয়া ৯ নম্বর ওয়ার্ডের কুলাল ডেঙ্গা গ্রামের সুভাষ শীলের স্ত্রী লাকী শীল, লোহাগাড়ার পুটিভিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তম দাস, ৪ নম্বর ওয়ার্ডের পলাশ শীল।

[৪] জানা যায়, উপজেলার ডাবুয়া ইউনিয়নের শীলপাড়ার প্রবাসী মিন্টু শীলের দুই মেয়ে ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নিঝুম শীল স্কুলে যাওয়ার সময় তার প্রতিবন্ধী ছোট বোন ঋতিকা শীলকে সঙ্গে নিয়ে বের হয়ে নিরুদ্দেশ হয়। গত ২৮ সেপ্টেম্বর তার দুই বোন নিরুদ্দেশ হয়। নিখোঁজ হওয়ার একদিন পর ২৯ সেপ্টেম্বর রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেন তাদের চাচা ঝন্টুশীল। দুই বোন নিখোঁজ হওয়ার পর তাদের পার্শ্ববর্তী ও স্থানীয় ইউপি সদস্য মিঠু শীল তাদের সন্ধ্যানের তৎপর ছিলেন।

[৫] গত রাতে মেম্বার মিঠু শীল জানায়, র‌্যাবের একটি দল নিখোঁজ দুই বোনের দু'চাচাকে সঙ্গে নিয়ে গেছে উদ্ধারের জন্য। তিনি জানতে পারে দুই বোনকে র‌্যাব লোহাগাড়া উপজেলার পুটিভিলা ইউনিয়ন থেকে উদ্ধার করে নিয়ে আসছে। ভুক্তভোগীর বরাতে র‌্যাব জানায়, সুভাষ শীলের ছেলে সৌদি প্রবাসী রকি শীল তার মায়ের পরামর্শে স্কুলছাত্রী ও তার বোনকে অপহরণ করে উত্তম দাসের বাড়িতে আটকে রাখা হয়। এ ঘটনায় রাউজান থানায় জিডি ও র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পে অভিযোগ করে স্কুলছাত্রীর পরিবার। এক মাস ১০দিন পর তাদের উদ্ধার করে র‌্যাব।

[৬] রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, স্কুলছাত্রীদের চাচা ঝন্টুশীর রোববার চারজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়