শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজেলের দাম যে হারে বেড়েছে, বাস ভাড়া তার চেয়ে বেশি বাড়ানো হয়েছে: রাঙ্গা

সুজিৎ নন্দী: [২] ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরবারকে চাপে রাখতে তিন দিনের ধর্মঘটের মধ্যে দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিআরিটিএ ও বাস মালিকদের মধ্যে বৈঠকে। সোমবার থেকে এ ভাড়া কার্যকর হবে।

[৩] রোববার (০৭ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির সঙ্গে মালিকদের দীর্ঘ বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বলা হয়, এক্ষেত্রে বলা হয়, সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া কার্যকর হবে না।

[৪] মহানগরে নতুন ভাড়া ঠিক করা হয়েছে কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা। আগে ছিলো ১ টাকা ৭০ পয়সা। বাড়লো ৪৫ পয়সা। মহানগরে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ৮ টাকা।

[৫] অন্যদিকে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা চায় তেলের দাম আগের অবস্থায় রাখতে। শ্রমিকরা জানিয়েছে, ভাড়া প্রসঙ্গে যাত্রীদের মুখোমুখি হলে সংঘর্ষ অনিবার্য। এই ভাড়া বাড়ানো সরকারের জন্য বুমেরাং হবে।

[৬] তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় পরিবহন ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষ মানতে চাইবে না।

[৭] ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সঙ্গে একমত হয়েছি। তেলের দাম বাড়ালে পরিবহন ভাড়া বাড়তে হবে। এটিই নিয়ম। এর কোনো বিকল্প নেই। এছাড়াও দীর্ঘদিন পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানো হয় না।

[৮] বৈঠক প্রত্যাখ্যান করেছে পণ্য পরিবহনের সংগঠন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, বিআরটিএর বৈঠকটি বাসভাড়া বাড়ানোর জন্য বসছে। সেখানে আমাদের কেন আমন্ত্রণ জানানো হয়েছে, সেটাই বুঝতে পারছি না। ডিজেলের দাম কমাতে হবে, এটাই আমাদের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়