শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজেলের দাম যে হারে বেড়েছে, বাস ভাড়া তার চেয়ে বেশি বাড়ানো হয়েছে: রাঙ্গা

সুজিৎ নন্দী: [২] ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরবারকে চাপে রাখতে তিন দিনের ধর্মঘটের মধ্যে দূরপাল্লার বাস ভাড়া ২৭ শতাংশ এবং মহানগরে ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বিআরিটিএ ও বাস মালিকদের মধ্যে বৈঠকে। সোমবার থেকে এ ভাড়া কার্যকর হবে।

[৩] রোববার (০৭ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির সঙ্গে মালিকদের দীর্ঘ বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। বলা হয়, এক্ষেত্রে বলা হয়, সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া কার্যকর হবে না।

[৪] মহানগরে নতুন ভাড়া ঠিক করা হয়েছে কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা। আগে ছিলো ১ টাকা ৭০ পয়সা। বাড়লো ৪৫ পয়সা। মহানগরে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ৮ টাকা।

[৫] অন্যদিকে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, আমরা চায় তেলের দাম আগের অবস্থায় রাখতে। শ্রমিকরা জানিয়েছে, ভাড়া প্রসঙ্গে যাত্রীদের মুখোমুখি হলে সংঘর্ষ অনিবার্য। এই ভাড়া বাড়ানো সরকারের জন্য বুমেরাং হবে।

[৬] তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় পরিবহন ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষ মানতে চাইবে না।

[৭] ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সঙ্গে একমত হয়েছি। তেলের দাম বাড়ালে পরিবহন ভাড়া বাড়তে হবে। এটিই নিয়ম। এর কোনো বিকল্প নেই। এছাড়াও দীর্ঘদিন পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানো হয় না।

[৮] বৈঠক প্রত্যাখ্যান করেছে পণ্য পরিবহনের সংগঠন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, বিআরটিএর বৈঠকটি বাসভাড়া বাড়ানোর জন্য বসছে। সেখানে আমাদের কেন আমন্ত্রণ জানানো হয়েছে, সেটাই বুঝতে পারছি না। ডিজেলের দাম কমাতে হবে, এটাই আমাদের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়