রাহুল রাজ: [২] সেমিফাইনালে যেতে হলে ইংলিশদের হারাতে হবে ৬০ রানের ব্যবধানে। এই সমিকরণে খেলতে নেমে ১০ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হবার পরেও রান রেটে সেমিফাইনাল থেকে ছিটকে পড়তে হলো তাদের।
[৩] শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ম্যাচ সেরা রাসি ফন ডার ডাসেন ৯৪ ও এইডেন মার্করামের ৫২ রানে অপরাজিত থাকলে ২ উইকটে হারিয়ে ১৮৯ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৯ রানে থেমে যায় আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।