শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান, মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার তাওলাদয়ের শ্যালক আব্দুর রশিদ মোল্লা (২৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

[৩] এ ঘটনায় মো. সাব্বির (২০) নামে একজন আহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

[৪] গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সাব্বির নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

[৬] নিহতের বাতিজা তপন বলেন, নিহত আব্দুর রশিদ মোল্লার ভগ্নিপতি তাওলাদ মেম্বার সম্প্রতি সিলেকশনে মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় বর্তমান ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল পূর্বশুত্রুতার জেরধরে ৪০/৫০ জন মুরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানে আব্দুর রশিদকে সর্টগান ঠেকিয়ে মাথার ডান পাশে গুলি চালায়। এতে তার সাথে থাকা আত্বীয় সাব্বির আহত হয়।

[৭] রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়