শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১০:৫৯ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান, মোশতাক আহমেদ: [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার তাওলাদয়ের শ্যালক আব্দুর রশিদ মোল্লা (২৮) গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

[৩] এ ঘটনায় মো. সাব্বির (২০) নামে একজন আহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

[৪] গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সাব্বির নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

[৬] নিহতের বাতিজা তপন বলেন, নিহত আব্দুর রশিদ মোল্লার ভগ্নিপতি তাওলাদ মেম্বার সম্প্রতি সিলেকশনে মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় বর্তমান ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল পূর্বশুত্রুতার জেরধরে ৪০/৫০ জন মুরাপাড়া ৬ নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানে আব্দুর রশিদকে সর্টগান ঠেকিয়ে মাথার ডান পাশে গুলি চালায়। এতে তার সাথে থাকা আত্বীয় সাব্বির আহত হয়।

[৭] রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়