শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি- টোয়েন্টি ক্রিকেটে শেষ ম্যাচ খেললেন গেইল!

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচটি হারের পরই ওয়েস্ট ইন্ডিজের তারকা পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আগেই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে স্বাভাবিকভাবেই ব্রাভোর অবসরের ব্যাপারটি অনুমেয়ই ছিল। তবে আজকের ম্যাচে আউটের পর ক্রিস গেইলের ব্যাট উঁচিয়ে অভিবাদন জানানোটা প্রশ্ন উঠছে ইউনিভার্স বসের কি ক্যারিবিয়ান জার্সিতে এটাই শেষ ম্যাচ?

[৩] ম্যাচের আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টুইট করে জানায়, আজকের ম্যাচে দল মাঠে ঢোকার সময় সবার আগে থাকবেন ব্রাভো ও গেইল। ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ায় ব্রাভোর বিষয়টি সহজেই বোধগম্য। কিন্তু গেইল কেন থাকলেন তার সঙ্গে- এই প্রশ্নের উত্তর মেলেনি।

[৩] আজকের ম্যাচে ১৫ রান করে গেইল কেন ব্যাট দেখালেন সবার উদ্দেশ্যে?- ম্যাচ চলাকালীন সময়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। পরে গেইল যখন সীমানা অতিক্রম করে ড্রেসিংরুমের দিকে হাঁটা দিচ্ছিলেন, তখন সামনে এগিয়ে এসে অভিনন্দন জানান ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা।

[৪] সব ঘটনা মিলে এটাই প্রশ্ন জেগেছে তাহলে কি আজই ক্যারিবীয়দের হয়ে শেষ ম্যাচ খেলছেন গেইল? যদি তাই হয়, তাহলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে দুই ছক্কার মারে ৯ বলে ১৫ রান করেছেন গেইল। আউট হয়েছেন প্যাট কামিনসের বলে বোল্ড হয়ে।

[৫] আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের ৭৫ ইনিংসে রান ১৮৯৯, পেয়েছেন দুই সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। এই ফরম্যাটে তার ছক্কা ১২৪টি। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরি ও ৩৪ ফিফটিতে ১০ হাজার ৪৮০ রান এবং টেস্টে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৭২১৪ রান। সাদা পোশাকে গেইলের রয়েছে দুইটি ট্রিপল সেঞ্চুরি। আরটিভি, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়