রাশিদুল ইসলাম : [২] কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি নওশেরা এলাকায় সেনাসদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সীমান্তে সেনা মোতায়েনে অবকাঠামো আধুনিক করা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকে সেনাবাহিনীর ভূমিকায় ভারতবাসী গর্বিত। দি প্রিন্ট
[৩] গত সপ্তাহে একই সেক্টরে মাইন বিস্ফোরণে ভারতের এক সামরিক কর্মকর্তাসহ দুই সেনা সদস্যের মৃত্যু হয়।
[৪] মোদি বলেন লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, জেইসালমের থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্রই সীমান্তে যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি করা হয়েছে। সড়ক ছাড়াও অপটিক্যাল ফাইবার সংযোগ, সেনা মোতায়েন দক্ষতা, সেনাদের সুযোগ বৃদ্ধি করা হয়েছে।
[৫] তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর শক্তি কতটা, তা সার্জিক্যাল স্ট্রাইকের প্রথম দিকেই টের পেয়ে গিয়েছিল শত্রুরা।