ইমরুল শাহেদ: গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার সম্প্রতি বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহীকে। এই নিয়ে প্রকাশ্যে কিছু না হলেও আলোচনা হচ্ছে আড়ালে-আবডালে। কারণ তার আগের সংসারে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। সেই সংসার থেকে বেরিয়ে তিনি কেন মাহিকে বিয়ে করেছেন, তা নিয়ে অবশেষে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তাতে রাকিব সরকার দাবি করেন, তিনি কোনো পরকীয়া করেননি।
মাহির সঙ্গে আলোচনা করেই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে।
আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না! আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো। আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।’ এদিকে জানা গেছে, শিগগিরই মাহি ও তার স্বামী রাকিব ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন।