মনিরুল ইসলাম: [২] তারামন বেগম। যিনি বীর মুক্তিযোদ্ধা। বীরপ্রতীক তারামন বিবি নামে পরিচিত। তার জীবনী নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে তার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানহা তাসনিয়া।
[৩] ছবির নাম ‘তারামন’। এটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ষড়ৈশ্বর্য মুহম্মদের চিত্রনাট্যে এ সিনেমার কাজ শুরু হবে ডিসেম্বরে।
[৪] ‘তারামন’ সিনেমা নিয়ে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
[৫] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
[৬] সংবাদ সম্মেলনে নায়িকা তানহা তাসনিয়া বলেন, আমি ‘তারামন’ চলচ্চিত্রে বীরপ্রতীক 'তারামন বিবি' চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রে অভিনয়ের ভাবনাটা দারুণভাবে আমাকে গর্বিত করছে। বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করছি প্রস্তুতি হিসেবে।
[৭] তিনি আরও বলেন, তারামন বিবির চরিত্র নিয়ে ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে আছি।
[৮] এদিকে, পরিচালক জানালেন, বিজয়ের মাস আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে।
[৯] ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।
[১০] তিনি বলেন, এটা খুবই চমৎকার এক উদ্যোগ। মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা ও অবদান তা তুলে ধরার বিকল্প নেই। সবার মাঝে তাদের নাম ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। আমি এ ছবিটির সাফল্য কামনা করি। তানহা যেন পর্দায় আদর্শ তারামন বিবি হয়ে উঠতে পারেন সেই কামনা করছি।