শিরোনাম
◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১০:২৭ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বীর মুক্তিযোদ্ধা তারামন বিবিকে নিয়ে চলচ্চিত্র, ডিসেম্বরে শুটিং, তারামন চরিত্রে তানহা তাসনিয়া

মনিরুল ইসলাম: [২] তারামন বেগম। যিনি বীর মুক্তিযোদ্ধা। বীরপ্রতীক তারামন বিবি নামে পরিচিত। তার জীবনী নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। এতে তার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানহা তাসনিয়া।

[৩] ছবির নাম ‘তারামন’। এটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ষড়ৈশ্বর্য মুহম্মদের চিত্রনাট্যে এ সিনেমার কাজ শুরু হবে ডিসেম্বরে।

[৪] ‘তারামন’ সিনেমা নিয়ে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৫] সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

[৬] সংবাদ সম্মেলনে নায়িকা তানহা তাসনিয়া বলেন, আমি ‘তারামন’ চলচ্চিত্রে বীরপ্রতীক 'তারামন বিবি' চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রে অভিনয়ের ভাবনাটা দারুণভাবে আমাকে গর্বিত করছে। বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করছি প্রস্তুতি হিসেবে।

[৭] তিনি আরও বলেন, তারামন বিবির চরিত্র নিয়ে ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে আছি।

[৮] এদিকে, পরিচালক জানালেন, বিজয়ের মাস আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে।

[৯] ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

[১০] তিনি বলেন, এটা খুবই চমৎকার এক উদ্যোগ। মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা ও অবদান তা তুলে ধরার বিকল্প নেই। সবার মাঝে তাদের নাম ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। আমি এ ছবিটির সাফল্য কামনা করি। তানহা যেন পর্দায় আদর্শ তারামন বিবি হয়ে উঠতে পারেন সেই কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়