সাকিবুল আলম:[২] ২০১৮ সালে শুক্রবারে জুম্মার নামাজ আদায়ের জন্য ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশের প্রযুক্তিভিত্তিক বাণিজ্য ও অর্থনীতির কেন্দ্র গুরগ্রাম শহরের ৩৭টি অঞ্চল বরাদ্দ দিয়েছিলো প্রশাসন। স্থানীয়দের আপত্তির মুখে মঙ্গলবার(২ নভেম্বর) নগর প্রশাসন ৮টি এলাকায় নামায আদায়ে এ নিষেধাজ্ঞা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া
[৩] গুরুগ্রাম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সহকারি পুলিশ কমিশনার আমান যাদব এনডিটিভিকে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে এসব এলাকার বাসিন্দারা প্রকাশ্যে নামায পড়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। গত শুক্রবার জুম্মার নামায়ের সময় তারা প্রতিবাদ সমাবেশও করেছিলো।
[৪] গত সপ্তাহে এ ধরনের প্রতিবাদ সমাবেশ থেকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ৩০ জনকে আটক করেছিলো পুলিশ।