সালেহ্ বিপ্লব: [২] এই দুর্ধর্ষ টপ অর্ডার ব্যাটসম্যানের জার্সি নাম্বার ৫৬।
[৩] নাম ও জার্সি নাম্বার, দুই মিলিয়ে ব্রান্ডের নাম হবে বিএ ৫৬।
[৪] আদিল নামের পাকিস্তানের এক ক্রিকেট ভক্ত ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
[৫] বালাকোটের সরকারি ডিগ্রি কলেজ থেকে পাস করা আদিল বর্তমানে ইসলামাবাদে থাকেন।
[৬] তিনি চলমান টি টুয়েন্টি বিশ্বকাপের আপডেট খবর দেয়ার জন্য ফেসবুকে একটি গ্রুপের মডারেটর।
[৭] অবশ্য বাবর আজমের নাম, ছবি ও জার্সি নাম্বারসহ টি শার্ট এবং আরো বিভিন্ন গিফট আইটেম ইতোমধ্যেই বাজারে এনেছে একাধিক কোম্পানি।
[৮] কিন্তু বাবর নিজেই একটা ব্র্যান্ড চালু করবেন, এ খবরে রীতিমতো আত্মহারা তার ভক্তরা। তারা বিস্তারিত জানার অপেক্ষায়।