শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে শিশু অপহরণ ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] ২ নভেম্বর (মঙ্গলবার) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, আটক ব্যক্তি অপহরণকারী চক্রের মূলহোতা এবং তার সহযোগী আরো দুই জনকে আগে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] তিনি বলেন, চলতি বছরের গত ০৯ আগস্ট ১৯ মাস বয়সী একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবী করে। পরে অপহৃত শিশুর পিতা মোঃ জাকির হোসেন (৩৫) ১১ আগস্ট চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে; যার মামলা নং- ১১, তারিখ-১৫/০৭/২০২১ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৭/৮। উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৪] এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, শিশু অপহরণ চক্রের মূল হোতা চট্টগ্রাম মহানগরীর টাহগারপাস এলাকা থেকে ০১ নভেম্বর সন্ধ্যায় র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ জিয়া উদ্দিন প্রকাশ পিয়ারুকে গ্রেপ্তার করে।

[৫] তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার শান্তিনগর এলাকার ২ নং ওয়ার্ডের মোঃ জহির উদ্দিন এর পুত্র। আটককৃত জিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরণের কথা স্বীকার করে। উল্লেখ্য যে, আগে মামলা দায়ের করার পর পর গত ১০ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চৌমুহনী এলাকা অন্য দুই আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত শিশুটি উদ্ধার করেছিল র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৬] গ্রেপ্তারকৃত আসামি জিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহনগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এবং সে সঙ্ঘবদ্ধ পাচার চক্রের সদস্য বলেও জানান র‌্যাব-৭, কর্মকর্তা মোহাম্মদ নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়