শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে শিশু অপহরণ ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] ২ নভেম্বর (মঙ্গলবার) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, আটক ব্যক্তি অপহরণকারী চক্রের মূলহোতা এবং তার সহযোগী আরো দুই জনকে আগে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] তিনি বলেন, চলতি বছরের গত ০৯ আগস্ট ১৯ মাস বয়সী একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবী করে। পরে অপহৃত শিশুর পিতা মোঃ জাকির হোসেন (৩৫) ১১ আগস্ট চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে; যার মামলা নং- ১১, তারিখ-১৫/০৭/২০২১ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৭/৮। উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৪] এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, শিশু অপহরণ চক্রের মূল হোতা চট্টগ্রাম মহানগরীর টাহগারপাস এলাকা থেকে ০১ নভেম্বর সন্ধ্যায় র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ জিয়া উদ্দিন প্রকাশ পিয়ারুকে গ্রেপ্তার করে।

[৫] তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার শান্তিনগর এলাকার ২ নং ওয়ার্ডের মোঃ জহির উদ্দিন এর পুত্র। আটককৃত জিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপহরণের কথা স্বীকার করে। উল্লেখ্য যে, আগে মামলা দায়ের করার পর পর গত ১০ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন চৌমুহনী এলাকা অন্য দুই আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত শিশুটি উদ্ধার করেছিল র‌্যাব-৭, চট্টগ্রাম।

[৬] গ্রেপ্তারকৃত আসামি জিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহনগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এবং সে সঙ্ঘবদ্ধ পাচার চক্রের সদস্য বলেও জানান র‌্যাব-৭, কর্মকর্তা মোহাম্মদ নূরুল আবছার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়