ফয়সাল চৌধুরী: [২] সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের জন্ম হয়। মা সাদিয়া খাতুনের (২৪) এর অবস্থা স্বাভাবিক রয়েছে।তবে নবজাত শিশুদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
[৩] কুষ্টিয়া মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আফরোজ আমাদের সময় ডটকমকে জানান, প্রথমে পরপর চারটি সন্তানের জন্ম দেন সাদিয়া খাতুন। পরে অারো এক ছেলে সন্তানের জন্ম হয়। তাদের প্রত্যেকের ওজন গড়ে ৭৫০ থেকে ৮০০ গ্রাম। শিশুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত একই হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে নেওয়া হয়। পাঁচ নবজাতকের দুটিকে ইনকিউবেটরে রাখা হয়েছে।
[৪] হাসপাতাল সূত্র জানায়, একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নেওয়ার ঘটনা এই হাসপাতালে এটিই প্রথম। পাঁচ শিশুর বাবা সোহেল রানার (২৫) এর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। তিনি পেশায় একজন দোকানদার।
[৫] সোহেল রানা আমাদের সময় ডটকমকে বলেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। চলতি বছর তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন। ঝিনাইদহে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেন। গত শনিবার রাতে তাঁর স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমবারের মতো বাবা–মা হলেন তারা। এই পাঁচ সন্তানের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। তিনি খুবই আনন্দিত।সেই সাথে শিশুদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত মধ্যে রয়েছেন তারা।