শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ আমাকে গালি দিলেই টাকা পাই: নুসরাত ফারিয়া

ইমরুল শাহেদ: ‘যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’ গত শুক্রবার বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নাচ এবং অভিনয় ছাড়াও তিনি গানে পারদর্শী।

তবে তার গানগুলো অডিও নির্ভর নয়। গান উপভোগ করতে হলে ভিডিও দেখতে হবে। এর আগে তার দুটি গান প্রকাশিত হয়েছে। সেগুলো নানাভাবে আলোচিত হয়েছে। এবার মুক্তি পাবে ‘হাবিবি’ নামে একটি গান। এটি এরাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে। এর আগে একটি আইটেম গানের জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে তার পোশাক এবং পর্দা উপস্থিতির ভঙ্গি নিয়ে।

এসব নিয়ে ভাবেন না তিনি। নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দেন তিনি। তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় তার পোস্টে। মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচকভাবে। তবে দুই ধরনের দর্শকই তার জন্য উপকারি বলে মনে করেন তিনি। এদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

নভেম্বরে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। পর্দায় শেখ হাসিনা হতে পারাটা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এত বড় দায়িত্ব আমি পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’ নুসরাত ফারিয়া কবে বিয়ে করছেন, এমন প্রশ্নে তার ভাষ্য, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)!’ তবে তার বাগদান হয়েছে গত বছর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়