শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেউ আমাকে গালি দিলেই টাকা পাই: নুসরাত ফারিয়া

ইমরুল শাহেদ: ‘যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’ গত শুক্রবার বনানীতে বড় বোন মারিয়ার একটি ফ্যাশন হাউজ উদ্বোধনের সময় গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নাচ এবং অভিনয় ছাড়াও তিনি গানে পারদর্শী।

তবে তার গানগুলো অডিও নির্ভর নয়। গান উপভোগ করতে হলে ভিডিও দেখতে হবে। এর আগে তার দুটি গান প্রকাশিত হয়েছে। সেগুলো নানাভাবে আলোচিত হয়েছে। এবার মুক্তি পাবে ‘হাবিবি’ নামে একটি গান। এটি এরাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে। এর আগে একটি আইটেম গানের জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে তার পোশাক এবং পর্দা উপস্থিতির ভঙ্গি নিয়ে।

এসব নিয়ে ভাবেন না তিনি। নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দেন তিনি। তার সেসব পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। এমনকি গালাগাল করতে দেখা যায় তার পোস্টে। মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচকভাবে। তবে দুই ধরনের দর্শকই তার জন্য উপকারি বলে মনে করেন তিনি। এদিকে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

নভেম্বরে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। পর্দায় শেখ হাসিনা হতে পারাটা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এত বড় দায়িত্ব আমি পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’ নুসরাত ফারিয়া কবে বিয়ে করছেন, এমন প্রশ্নে তার ভাষ্য, ‘বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)!’ তবে তার বাগদান হয়েছে গত বছর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়