আফসান চৌধুরী
আমার কয়েকবার জামিন চাইতে হইসে কোর্টে গিয়া। ঝামেলা হইসে কিন্তু শেষে পাইসি। একবার কোর্টে উকিল বলেন, ‘ইউর হনার, উনি খুব ভালো লোক, বিশ্ববিদ্যালয়ে পড়ান...’। ...জজ থামাইয়া জিগায়, ‘প্রমাণ কী?’ উকিল আমারে কয়, ‘প্রমাণ দিন’। আমি কই, ‘নাই’। ‘কেন ভিসিটিং কার্ড নাই? আমি কই ‘না’। জজ কয়, ‘তো গায়ে কি লেখা আ,েছ নাকি যে উনি প্রফেসর?’ আমার বেশ কান্না পেতে লাগলো।
[২] হঠাৎ আমার এক ছাত্র যে কোর্টে ছিলো নবিশ উকিল হিসেবে উঠে দাঁড়ায়। বলে, ‘ইউর অনার, উনি আমাদের স্যার। খুব ভালো লোক। পরীক্ষায় অনেক মার্ক দেন’। আমার মনটা ভালো হয়ে গেলো। কিন্তু তাতেও জজের মন নরম হলো না। ভেতরে ভরে নাই কিন্তু প্রমাণ হাজির করতে বললো। [৩] পরের মাসে তিনটা আইডি কার্ডসহ গেলাম। দেখি আগের জজ নাই। নতুন জজ জামিন দিয়া দিলো। আমার জীবনে আইডি কার্ড কোনো কাজে এলো না। লেখক ও গবেষক