শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক মাসে বিজিবি'র অভিযানে ২৩কোটি ১৯ লাখ টাকার মাদকদ্রব্য, চোরাই পন্য উদ্ধার: আটক ৪৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে অক্টোবর মাসে বিজিবির অভিযানে ২৩কোটি ১৯লাখ ৫৫হাজার ২৫০টাকার ইয়াবা, ক্রিস্টাল মেট আইস, বিয়ার, মদ, চোরাই পন্য উদ্ধার করা হয়েছে। এ সব উদ্ধারের ঘটনায় ২জনকে পলাতক আসামি ও ৪৩জনকে আটক করা হয়েছে এবং ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

[৩] সোমবার এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. ফয়সল হাসান খান। তিনি জানান, অক্টোবর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৪লাখ ৯৯হাজার ৩শ'২৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

[৪] ইয়াবার আনুমানিক মূল্য১৪ কোটি ৯৭লাখ ৯৮হাজার ৭,শ' টাকা। এই সব ইয়াবা, জব্দের ঘটনায় ৩৩মামলায় ৩জনকে পলাতক আসামি করা হয় এবং ৩৪জনকে আটক করা হয়েছে। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৭কোটি ৫১লাখ ২১হাজার ৫শ'টাকার মূল্য মানের মিয়ানমারের ১১৪ক্যান বিয়ার, ১২বোতল বিদেশি মদ, ৯০লিটার চোলাই মদ, ১২০বোতল ফেন্সিডিল ও ক্রিস্টাল মেথ আইস দেড় কেজি জব্দ করা হয়। এসব জব্দের ঘটনায় ৬টি মামলায় ৭জনকে আটক করা হয়েছে।

[৫] এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০লাখ ৩৫হাজার ৫০টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। এসব জব্দে ১৪টি মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় তিনটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

[৬] তিনি আরো জানান, তবে সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়