লীনা পারভীন
জীবনে সবটাই কেবল মায়ার খেলা। এই যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, বিচ্ছেদ, একসঙ্গে থাকা, দূরে থাকা, কষ্ট পাওয়া, কষ্টে নীল হয়ে যাওয়া এর সবটার নাম মায়া। এই মায়া যদি না থাকতো তবে মানুষের মাঝে যোগাযোগটাই হয়তো মানবিক হতো না। এই যে আমরা ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে গেলে কষ্ট পাই এর নাম কী? মায়া ছাড়া আর কিছু কি আছে এখানে? মায়ার বাঁধন যতোটা শক্ত সম্পর্কের আয়ুষ্কাল ততোটাই লম্বা হয়। বাঁধন পুরনো হতে থাকে, মরচে পড়া লোহার মতো ক্ষয়েরা বাসা বাঁধতে থাকে।
একটু একটু করে সুতাগুলো আলগা হতে শুরু করে। কেউ টের পাই আর কারও কাছে বিষয়টা অবাক হয়ে ধরা দেয়। মায়াগো মায়া। জীবনের আনন্দ, বেদনা সবটাই নির্ভর করে এই মায়ার খেলার ওপর। আমরাতো কেবল মায়ার হাতের খেলনা। সে যেমনটা আমাদের দিয়ে করিয়ে নিতে চায়, এর বাইরে যাবো তেমন সাধ্যি কি মানুষের আছে? Leena Pervin pic’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।