বগুড়া প্রতিনিধি: [২] শাহাজাহানপুরে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা (৫০) নামে এক নারী নিহত হয়েছে। রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। বাস চালক ও হেলপার পালিয়েছে বাসটি আটক করেছে পুলিশ।
[৩] জানা যায়, অমি পরিবহন নামে যাত্রীবাহী বাস সকালে পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। বীরগ্রাম বাজার এলাকায় আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কাছে করোনার টিকা গ্রহণের আজকের তারিখের সনদ পাওয়া গিয়েছে।
[৪] কুন্দুরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।