লিহান লিমা: [২] ইতালির রোমে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে বৈশ্বিক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর অন্তত ১৫ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৩ সাল থেকে এই চুক্তি চালু হবে। বিবিসি
[৩] জি-২০ নেতারা ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার ৭০ভাগকে টিকার আওতায় আনতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
[৪] রয়টার্স জানিয়েছে, জি-২০ সম্মেলনে জলবায়ু নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেয়া হবে না। বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখতে প্রতিটি দেশ নিজ নিজ পরিকল্পনার কথা জানাবে। খসড়ায় ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবেলায় বছরে ১০ হাজার কোটি ডলারের প্রতিশ্রুতি পালন করতে উন্নত দেশগুলোকে বলা হয়েছে।