রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশির সময় বিপুল সংখ্যক ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।
[৩] শনিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার পর বাকলিয়া এলাকায় কক্সবাজার- চট্টগ্রামমূখী স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] এসময় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৮ হাজার৭৩০ পিস ইয়াবা পাওয়া যায়। যাবার বাজার মূল্য আনুমানিক ৮৭ লাখ টাকা। উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
[৫] আটক আসামি মোঃ রায়হান শেখ প্রকাশ ইলিয়াছ (২৫) মৃত আব্দুস ছালামের ছেলে।
[৬] শনিবার (৩০ অক্টোবর) র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া এএসপি মোহাম্মদ নূরুল আবছার এসব তথ্য জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসার খবর পাওয়া যায়। দুপুর ৩টার দিকে কক্সবাজার- চট্টগ্রামমূখী স্থানে গাড়ি তল্লাশির সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দেন। এসময় ১ ব্যক্তি প্রাইভেট কার থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা সময় তাকে আটক করেন র্যাব সদস্যরা।
[৭] তিনি জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি