মামুন হোসেন: [২] ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের মাছ ধরার ট্রলার আটককে কেন্দ্র করে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিবিসি
[৩] রোমে জি-২০ সম্মেলনের আগে বক্তৃতায় ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেছেন, মাছ ধরার অধিকার নিয়ে বিরোধ যুক্তরাজ্যের বিশ্বব্যাপী বিশ্বাসযোগ্যতার পরীক্ষা।
[৪] এর আগে ফ্রান্স সতর্ক করে দিয়ে বলেছে, আগামী সপ্তাহে কিছু বন্দর থেকে যুক্তরাজ্যের নৌযানগুলো আটকে দেওয়া হবে। একইসঙ্গে যুক্তরাজ্যের নৌকা এবং ট্রাকগুলোর চলাচলের ক্ষেত্রে তল্লাশি কঠোর করা হবে।
[৫] কয়েকদশক ধরে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে ফরাসি জেলেরা জার্সি দ্বীপের জলসীমায় মাছ ধরে আসছে। তবে বেক্সিটের পর যুক্তরাজ্য সেখানে মাছ ধরার পরিমাণ বেঁধে দেয়। সম্পাদনা: ফাহমিদুল কবীর