শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এটিইউ’র অভিযানে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ঢাকার কেরাণীগঞ্জ ও শেরে বাংলানগর এবং এর আশপাশের এলাকায় এই অভিযান চালায় এটিইউ।

[৩] এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, প্রথমে অভিযান চালিয়ে শেরে বাংলা নগর এলাকা থেকে মিঠুন রহমান ওরফে মিঠু নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইন্টার ২য় বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং ৫টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

[৪] মিঠুনের দেওয়া তথ্যে কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির আরও একজন সদস্য সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং ২টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

[৫] আসলাম খান বলেন, গ্রেপ্তার দুই জনের দেওয়া তথ্যে শেরেবাংলা নগরের আশপাশে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হবিগঞ্জ সদরের আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করা মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, চতুর্থ শ্রেণী পাস করা মোহাম্মদ জাবের ও ঢাকায় হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত মোহাম্মদ ওমর ফারুক। তাদের মধ্যে সোহাগ ও জাবের শুক্রবার উগ্রবাদ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবিগঞ্জ ও লক্ষীপুর থেকে ঢাকায় আসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে।

[৬] গ্রেপ্তারকৃতরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃক্সক্ষলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে সিকিউরড টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালচ্ছিলেন। এছাড়া উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করছিলেন।

[৭] এটিইউ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়