মাজহারুল ইসলাম: [২] শুক্রবার খারাপ আবহাওয়ার কারণে পাঁটি পর্বতে উঠা স্থগিত করেছে ইকুয়েডর। ভয়াবহ তুষারধসে তিন পর্বতারোহী নিহত এবং অপর তিনজন নিখোঁজ হওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এএফপি, বাসস
[৩] পরিবেশ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পর্বতারোহীরা কমপক্ষে এক সপ্তাহের জন্য তুষারাবৃত্ত কায়াম্বি, কোটোপাক্সি, ইলিনিজা সুর, অন্তিসানা, ও চিম্বোরাজো পর্বতের চূড়ায় উঠার সুযোগ পাবেন না।
[৪] ইকুয়েডরে শনিবার পাঁচদিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এটি দেশটির চলতি বছরের সর্বোচ্চ ছুটি। আর এ ছুটি চলাকালে ১০ লাখেরও বেশি মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে।