শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ১০:৪৮ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিস গেইলদের টি-টেন ক্রিকেট দলের নারী কোচ

স্পোর্টস ডেস্ক: [২] ছেলেদের ক্রিকেটেও এবার মেয়েদের দাপট। আবুধাবি টি-টেন লিগে আবুধাবি টিমের সহকারী কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সারা টেলর। ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগ। তার আগে সারার মতো কোনও মহিলা কোচের একটা ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার ঘটনা এই প্রথম। যদিও সারা কাউন্টি ক্রিকেটে সাকেক্সের ছেলেদের টিমের কোচ ছিলেন।

[৩] সারা বলেছেন, ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় পা দেওয়া একটা বিরাট ব্যাপার। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে কোচ, ক্রিকেটাররা নানা টিমের হয়ে খেলতে আসে। এটার একটা পজিটিভ দিক আছে। ডাগআউটে আমাকে দেখে কোনও বাচ্চা মেয়ের মধ্যে ক্রিকেট খেলার স্বপ্ন বাড়তে পারে। কোনও মেয়ের হয়তো কোচিং করানোর ইচ্ছে বাড়বে। ওদের মনে হতে পারে, সারা টেলর যদি পারে, আমরা পারব না কেন।

[৪] ২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর ১০টা টেস্ট, ১২৬ ওয়ান ডে, ৯০টা টি-টোয়েন্টি খেলেছেন। ৩২ বছরের সারা অবসর ঘোষণার আগে হান্ড্রেড ও টি-টোয়েন্টি কাপ খেলেছেন। সারা বলেছেন, হয়তো আমি ফ্র্যাঞ্চাইজি লিগে ছেলেদের টিমের প্রথম মহিলা কোচ হলাম। আমিই কিন্তু শেষতম উদাহরণ হয়ে থাকব না। আরও অনেকে এই সুযোগ পাবে।

[৫] কোচিং আমার প্যাশন। আর ছেলেদের ক্রিকেট দুনিয়ায় ঢুকে পড়া আমার কাছে একটা বড় ব্যাপার তো বটেই। ছেলেদের পরিবেশে ঢোকাতে আমার কোনও দিনই কোনও সমস্যা ছিল না। আমি বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখি। যে কেউ নিজেকে আরও বেশি করে প্রমাণ করার তাগিদ নিয়েই আসে। কোচ হিসেবেও তার ব্যতিক্রম হয় না। -টিভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়