ডেস্ক নিউজ: আগামী শনিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুতিক তার সংলগ্ন গাছের ডালপালা কাটার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ির বিদ্যুৎ বিতরণ বিভাগ। বাংলা নিউজ২৪.কম
প্রতিষ্ঠানটি নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গাছের ডালপালা বেড়ে যাওয়ায় বার বার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এতে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাই এমন অবস্থা থেকে নিরসনের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডালপালা কাটা হবে। ফলে ওই সময় সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।