সুজন কৈরী : [২] জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক নারীর ফোন কলে নারায়ণগঞ্জ থেকে অপহৃত একজন কিশোরীকে ফরিদুপরে চলন্ত বাস থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে মাজেদা আক্তার (৪০) নামের একজন নারীকে আটক করা হয়েছে। উদ্ধার কিশোরী কলারের ভাগ্নী।
[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় একজন নারী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ফোন করে জানান, তার ১৫ বছর বয়সী ভাগ্নী বাসা থেকে রাগ করে গত ২৬ তারিখ দুপুরে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি এবং ভাগ্নীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিলো। কিছুক্ষণ আগে তার ভাগ্নী ফোন করে জানায়, সে একটি বাসে আছে। বাসটি সকাল ছয়টায় বরগুনা পৌঁছাবে। কলার অনুমান করছিলেন তার ভাগ্নী হয়তো কোনও অপহরণ কারীর কবলে পড়েছে। এরপর তিনি তার ভাগ্নীকে উদ্ধারের ব্যবস্থা নিতে ৯৯৯ এ ফোন করেন।
[৪] ৯৯৯ কলটেকার সাজ্জাদুর রহমান ভিকটিম কিশোরীর নম্বরে ফোন করেন কিন্তু ভিকটিম তখন ঠিকমত কথা বলতে পারছিলোনা। এরপর এক অজ্ঞাত এক মহিলা ফোন নিয়ে কিছু অস্পষ্ট কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
৯৯৯ থেকে আবারও ভিকটিমের নাম্বারের ফোন করে বাসের সুপারভাইজারকে ফোন দিতে বলা হয়, সুপারভাইজারের কাছ থেকে বাসের নাম্বার ও অবস্থান জানা যায়। সেইসঙ্গে ৯৯৯ তাকে অনুরোধ করে পুলিশ গিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা পর্যন্ত তার দিকে নজর রাখার জন্য।
[৫] ৯৯৯ ফরিদপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে কিশোরীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলে। পরে ভাঙ্গা থানার এসআই জয়ন্ত কুমার ৯৯৯ কে ফোন জানান, ভাঙ্গার পুকুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস থামিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় তাকে অপহরণের অভিযোগে মাজেদাকে আটক করা হয়।
[৬] ভুক্তভোগী কিশোরী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত নারীর সাথে তার দেখা হয়। সে তার কাছে ভিক্ষা চাইলে ভুক্তভোগী কিশোরী তাকে ভিক্ষা দেয়। এরপর অভিযুক্ত নারী কিশোরীকে আদর করে চকলেট খেতে দেয়। যা খেয়ে কিশোরী অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে কিশোরী দেখতে পায়, সে মিরপুর চিড়িয়াখানার সামনে। এরপর তাকে গাবতলী বাস টার্মিনালে এনে বাসে করে বরগুনা নেওয়া হচ্ছিলো।
[৭] এ ঘটনায় ভাঙা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।