শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধুখালিতে আট মোবাইলসহ বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের মধুখালী থেকে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৮ সদস্যরা।

[৩] এ সময় তাদের কাছ থেকে ১১টি সিমকার্ডসহ ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

[৪] জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে অভিযান চালায় র‌্যাব-৮। এ সময় বিকাশ প্রতারণায় ব্যবহৃত ১১টি সিমকার্ড ও ৮টি মোবাইল ফোনসহ ৬ জন প্রতারককে আটক করা হয়।

[৫] আটককৃতরা হলেন আলাল খাঁনের ছেলে তরিকুল ইসলাম (২৭), আবু তালেব মল্লিকের ছেলে মো. ফরহাদ মল্লিক (৩৩), শুকুর আলী মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২৫), তাপস মণ্ডলের ছেলে তরুণ মণ্ডল (২৮) এবং ওই গ্রামের জনেক মণ্ডলের দুই ছেলে তপন মণ্ডল (২৩) ও গোবিন্দ মণ্ডল (২২)। আটককৃতরা সকলেই উপজেলার ডুমাইন পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

[৬] ফরিদপুর র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রহমান বলেন, আটকরা প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

[৭] এ ব্যাপারে মধুখালি থানার অফিসার ইন চার্জ মো. সহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে মামলা হয়েছে। আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়