শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশায় সরকারি চাল-পাটেরবীজ চুরির অ‌ভি‌যো‌গে কারাগা‌রে চেয়ারম্যান

মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৩ নং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডলকে (৪৮) চাল ও পাটেরবীজ চুরির মামলায় জামিন না দিয়ে কারাগা‌রে প্রেরণ করেছে রাজবাড়ী জেলা দায়রা জজ আদালত।

[৩] ২৬শে অক্টোবর মঙ্গলবার এ আদেশ প্রদান করেন রাজবাড়ী মহামান্য আদালত। তিনি উপজেলার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

[৪] উল্লেখ্য গত ২০২০ সালের ১৯শে এপ্রিল পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের, পাংশা বাঁশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারী চাল ও পা‌টেরবীজ চু‌রি ক‌রে এক‌টি বিদ্যাল‌য়ে পা‌শে অবস্থিত নিজস্ব গোডাউন থেকে ৩০ কেজির ১শত ৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১শত ৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করে পাংশা ম‌ডেল থানা পুলিশ।

[৫] গত ২০২০ সালের ১৯শে এপ্রিল পাংশা মডেল থানা উদ্ধা‌রের প‌রে থানার এস আই ননী গোপাল বাদী হয়ে আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং ২ নাম্বার আসামি যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আরো অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে ৪০৬/৪০৯/৩৪ ধারা মোতা‌বেক মামলা দা‌য়ের করা হয় এবং পাংশা ম‌ডেল থানার মামলা নং ৬/২০

[৬] সরকারী চাল ও পা‌টের বীজ চু‌রির মামলার ঘটনার পরে যশাই ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়াম্যানের পদ থে‌কে বরখাস্ত হন। পরবর্তীতে মামলা থে‌কে নি‌জে‌কে বাঁচাতে মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে রাজবাড়ী‌তে আসেন।

[৭] ২৬ অক্টোবর মঙ্গলবার রাজবাড়ীর জেলা দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন কর‌লে কিন্তু মহামান্য আদালত তাকে জামিন না দিয়ে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়