শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা শেষে রাজশাহীর পদ্মায় ইলিশ শিকার শুরু

ইফতেখার আলম : [২] মঙ্গলবার থেকে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে আবার ইলিশ শিকার শুরু হয়েছে। গত ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি ছিলো।

[৩] উপজেলা মৎস্য অফিস সূত্র জানা যায়, ২৬ কিলোমিটার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে একজনের নামে মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২২ দিনের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার মিটার জাল, ৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ৫৮টি অভিযানের মধ্যে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

[৪] চকরাজাপুর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওলিউর রহমান বলেন, নিষেজ্ঞার মধ্যে পদ্মায় ইলিশ ধরা বন্দ ছিল। উপজেলা মৎস্য অফিসের পক্ষে কিছু সহযোগিতা পেয়েছিলাম। তবে যারা নিষেজ্ঞা অমান্য করে পদ্মায় জাল ফেলেছে, তাদের অনেক টাকার জালও খোয়া গেছে। নিষেজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা আবার মাছ ধরতে শুরু করেছে।

[৫] বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ২২ দিনের অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার মিটার জাল, ৮ কেজি ইলিশ, ৫৮টি অভিযানে, ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়