শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেখেশুনে বুঝে ওয়েব বা বড় পর্দার কাজ হাতে নিব : পূর্ণিমা

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা পূর্ণিমা চলচ্চিত্র থেকে অনেকটাই সরে গেছেন। এই নিয়ে তার সঙ্গে কথা হলেই তিনি বলে থাকেন, ছবি কই? কার সঙ্গে কাজ করব? নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব এলে সেটা তিনি শোনেন। পছন্দসই প্রস্তাব হলে সেটা গ্রহণও করেন। কিন্তু সমস্যা তৈরি করেছে করোনা মহামারি। দুই বছর তিনি তেমন একটা কাজ করেননি। বলতে গেলে ঘর থেকেই বের হননি। শুধু এক ঈদে বিটিভিতে ফেরদৌসসহ একটি বিনোদন অনুষ্ঠান উপস্থাপন করেছেন। উপস্থাপক হিসেবে তিনি খুব সপ্রতিভ।

এজন্য তার কাছে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনের প্রস্তাব আসে। পছন্দ হলে করেন, না হলে করেন না। সম্প্রতি একটি অনলাইনে তার ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটি প্রচারিত হয়েছে। তারপর থেকে তিনি অনেক ওয়েব ফিল্মের অফার পাচ্ছেন। কিন্ত এখনই নতুন কোনো কাজ হাতে নিতে চাইছেন না। দেখেশুনে বুঝে ওয়েব বা বড় পর্দার কাজ হাতে নিবেন। পূর্ণিমা বলেন, উপস্থাপনায় আসলে খুব কম সময় প্রয়োজন হয়।

একটা সিনেমায় বিশাল একটা প্রসেস, সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আর এখন আমি ক্যারিয়ারের যে পর্যায়ে আছি তাতে তো গড়পড়তা কাজ করে কোনো লাভ নেই। তাই আপাতত উপস্থাপনায় একটু বেশি সময় দিচ্ছি। সম্প্রতি তিনিদেশ টিভি’র জন্য সেলিব্রেটি শো ‘পূর্ণিমার আলো’র উপস্থাপনা শুরু করেছেন। যদিও অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছিল বেশ আগে।

তবে করোনার কারণে চলাচলে নিষেধাজ্ঞা থাকায় অনেকদিন বন্ধ ছিল অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটির প্রচার শুরু উপলক্ষে আবারো শুটিং শুরু করেছেন পূর্ণিমা। শুরুতে অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই চাহিদা থেকেই নতুন উদ্যমে, নতুন অতিথি দিয়ে, নতুন সেট ফেলে শুটিং চলছে। গত সপ্তাহ থেকে শুটিং শুরু করেছেন পূর্ণিমা। প্রথম পর্বে তার অতিথি হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনী। এদিকে বড় মঞ্চের তারকা নামে আরও একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন প্রথম আলোর অনলাইনের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়